তোমার অস্বীকারের শব্দগুলো
অদৃশ্য শলাকার মতো বুকে বিঁধে,
ভালবাসার সমস্ত রঙ
ফিকে হয়ে যায় এক নিমেষে।

প্রতিটি অগ্রাহ্যের অন্তরালে
ভেঙে পড়ে আশা,
বেদনার শূন্যতা গিলে খায়
অভিমানের সমস্ত উপমা।

পেতে চাওয়ার ব্যাকুলতা
আজ নির্লজ্জ পরাজয়,
তুমিতো তবু নির্বিকার,
অপেক্ষার অর্থহীনতার মাঝে
তোমার ছায়াও খুঁজে পাই না।