বিড়াল ডাকলে কোথাও কোথাও বৃষ্টি হয়, বোমা ফোটে। ফুল ডাকলে কোথাও কোথাও যুদ্ধ হয়, ঘর ভাঙে। আমাকে ডেকো না তুমি কেননা পুনরুত্থিত হবার মতো শক্তি ও ধৈর্য নেই। কিছু ডাকে সাড়া দিতে নেই, কিন্তু তুমি ডাকলে শিশ্নের ঘুম ভেঙে যায়। নরকে যাওয়ার লোভে আমি দৃশ্যের ভেতরে চাষ করি সংখ্যাতীত সিংহ আর তোমার স্তন জানে না গন্তব্য কোথায়—কতটুকু মথিত হলে ফের শীত ফিরবে?
মাঝে মাঝে হে কল্পতরু হে সুরধুনী নিজের ডাক ফিরিয়ে দিতে গিয়ে জেনেছি পতনের ভেতরেও থাকে সার্থক ধ্বংস।
রাষ্ট্রপ্রধান ডেকেছেন—দূরে উড়ছে শৈশবের মাছ ও রাত—
হাতের ওপাশে খাদ এপাশে আগুন—রাষ্ট্রপ্রধান ডেকেছেন।