নিস্তব্ধ রাত্রির অন্তর্গত শব্দ,
সময়ের ছায়ায় এক অতল রেখা।
বেদনা কি আলো? নাকি রঙহীন স্রোত,
পলাশের জলে ডুবে থাকা এক শূন্য সূর্য?

বিরহ বুনে যায় ছিন্ন দেয়ালের ফাঁকে,
শূন্যতাই পাথরের মতো—নীরব, অনড়।
আগুন নিভে গেছে বহু আগে,
তবু সিলিকনের স্বপ্ন ফাটে না কেন?

সময়ের রেখা ভাঙে, পথ দুলে ওঠে,
গতি থামে না, অথচ দিক শূন্য।
বিদ্রোহ কি শব্দহীন? না কি—
বাস্তবতার আড়ালে ঘুমিয়ে থাকা এক স্পন্দন?

নিঃশব্দ, বিমূর্ত, শূন্যতার শরীর,
বিচ্ছিন্ন অথচ সংহত এক অপার শূন্য।
অস্তিত্ব ছিল? নাকি নেই?
কেবলই প্রতিচ্ছায়ার এক অসম্পূর্ণ স্থাপত্য।