এবং আমরা যারা দৌড়াতে দৌড়াতে
পৌঁছে যাচ্ছি বিবিধ গন্তব্যে, দূষণে
এবং যারা দৌড়াতে দৌড়াতে পৌঁছাতে পারেনি
যে কোনো গন্তব্যে কিংবা সাফল্যে
যারা সটকে পড়েছে
খাদে
বিপথে
শুরুতেই
শুরু হওয়ার পূর্বেই
যাদের পা নেই
চোখে দৃষ্টি ও দৃশ্য নেই
ইচ্ছে নেই এসব গন্তব্যের
কেনো তোমাদের গল্প বলে তাদের কষ্ট বাড়াও
সাম্যের প্রলোভন দেখাও?