১.
যে আয়নাটা ভেঙে গেলো
সে আয়নাটা কোথায় গেলো।

২.
আমার কষ্টেরা সুখী হয়
যখন আমার কষ্ট হয়।

৩.
অভিমান নেই আর এই বুকে
শুকিয়ে গিয়েছে তারা নানান শোকে।

৪.
যদি দাও প্রতিশ্রুতি জল হলে হবে নদী
মোহনা থেকে মোহনায় ঘুরবো নিরবধি।

৫.
তুমি আছো শ্রমে আর ঘামে
তোমায় কিনেছি স্মৃতির দামে।

৬.
ফল হতে হলে আগে ফুল হতে হয়
টিকে থাকতে হলে আগে ব্যর্থ হতে হয়।

৭.
সাগরের জলে শিশির ঝরে ততক্ষণ
যতক্ষণ থাকে আমার বুকে রোদন।

৮.
সময়টি হাঁটতে হাঁটতে হঠাৎ কবরে চলে গেলো।

৯.
ইদানীং খুব বেড়াতে ইচ্ছে করে
সমুদ্রে নয়, তোমার শরীর ভরে।

১০.
বিমূর্ত চিত্র আঁকতে আঁকতে তুমি হও প্রমূর্ত
বোকা মানুষও একদিন হয়ে যায় ধূর্ত।