১.
বেঁচে থাকার কথা নয়
তবুও বেঁচে আছি
সুখে থাকারও কথা নয়
তবুও সুখে আছি।

২.
কামের ঝরনা থেকে ঝরছে গরল অবিরল
তোমার সাথে মিশতে গিয়ে শিখতে হলো ছল।

৩.
কুহকের জাল ফেলেছো নারী
কামের নদী জুড়ে
যতই করি না কৌমার্য-ব্রত
জালেই আসি ঘুরে।

৪.
আমি ছাড়া আমার কোনো আয়না নেই।

৫.
আমি এক ঘুড়ি
কষ্ট বুকে নিয়েও
রোজ ঊর্ধ্বে ওড়ি।

৬.
কতটুকু বেঁচে গিয়ে
মরে থাকা দায়
কতটুকু চলে গিয়ে
ফিরে আসা যায়।

৭.
গাণিতিক হারে যাচ্ছো ছেড়ে
জ্যামিতিক হারে ভেঙে যাচ্ছি
বাহিরে আমায় ঠিক দেখালেও
ভেতরের ভীষণ দুমড়ে যাচ্ছি।

৮.
রাত এসে শুয়ে থাকে
নীরবে; আমার ভেতরে
কষ্টগুলো জেগে থাকে
জটিল স্তরে স্তরে।

৯.
চুলে লেগে আছে শীতের ঘাম-
হরেক রকমের ক্লান্তি সযত্নে ভরে
সাজিয়ে রেখেছি মাংসের খাম।

১০.
যে ফল মাটিতে পড়ে তা মূলত মৃত।