১.
নিত্য তোমায় ভুলছি
তবুও শূন্য সুতোয় ঝুলছি।
২.
যাচ্ছোই যখন চলে
কেনো যাও বলে
আমি যাচ্ছি চলে!
৩.
দোলালেও দোলে না
আমি এক দোলনা।
৪.
আঙুলে আঙুল রেখেও করি রোজ ভুল
সময়ের সাথে বাড়ে বেদনার ভূগোল।
৫.
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের মতো
বেড়েই চলছে আমাদের বিবিধ ক্ষত।
৬.
কার সুর নকল করে কারে তুমি শোনাও
কার হাতে হাত রেখে কাকে তুমি কাঁদাও।
৭.
ঢেউয়ে ঢেউয়ে এসেছি যখন
তোমার কিনারে
চিবুক ছুঁয়ে ফিরবো আমি
জলের পাহাড়ে।
৮.
আমি আর বাদুড়
ক্লান্তি মুছতে মুছতে
চলে যাই বহুদূর।
৯.
মন যৌবনের রাতগুলোতে
ছিলাম ভীষণ একা
তোমার খবর রাখতে গিয়ে
সবকিছু হলো ফাঁকা।
১০.
যেন এক মৌমাছি ফুলে ফুলে খুঁজি মধু
কষ্ট, তুমি আমার প্রতি রাতের বিশ্বস্ত বঁধু।