১.
আমি এক কষ্টের সার্কাস।
বিনা টিকিটে আসুন দেখুন
প্রাণভরে উপভোগ করুন।
২.
আমি তো শীত নই
যে ঝরে যাব তোমার ওষ্ঠ হতে
আমি যে প্রেমের বসন্ত
গেঁথে আছি তোমার শরীরে।
৩.
প্রেম হয়ে ফুটেছিলাম ঝরছি বিরহ হয়ে
তুমিহীন এই বুকটাতে কত কষ্ট যায় বয়ে।
৪.
ধরো মুদ্রার এপিঠে আমি আর ওপিঠে তুমি
আমার হৃদয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ বিরহভূমি।
৫.
নক্ষত্রটি ভাবছে পৃথিবী বহুদূরে
পৃথিবী ভাবছে নক্ষত্রটাও বহুদূরে।
৬.
একজন সৎ ঘুষখোরের মতো
ঘুরাবে আমায় তুমি আর কত?
৭.
নদী থেকে নদী
বইছি নিরবধি।
৮.
বারবার বলছি বাই
তবুও ফিরে তাকাই।
৯.
বৃষ্টি নামছে মনের ঘরে
বৃষ্টি নামছে রোজ
বৃষ্টির সাথে পাল্লা দিয়ে
হচ্ছি বড্ড নিখোঁজ।
১০.
যতই যাচ্ছি কাছে
ততই পড়ছি পাছে।