১.
আমার সমস্ত সময়
অদ্ভুতভাবে তুমিময়।
২.
কাছে গিয়ে দেখি
সবাই তীব্র একাকী!
৩.
কী বলবি বল
চোখপূর্ণ মেঘদল!
৪.
নদী দেখলে তোমার কথা মনে পড়ে খুব
তোমাকে দেখার নেশায় নদী হওয়াই সুখ।
৫.
এত দায় নিয়ে বিদায় নেওয়া যায় না, হে জীবন!
৬.
সাবানের মতো তুমি কেনো গলে যাও না ধীরে ধীরে হৃদয় হতে?
৭.
তোমার ঠোঁট হতে প্রতিটি চুম্বন নিংড়ে দিতে দাও।
৮.
যেমন করে ভেসে বেড়ায় বিষণ্ণ মেঘদল
তুমিও ভেসে বেড়াও স্নায়ুতে অবিকল।
৯.
আমার ভুলগুলো ফুল হয়ে ফুটে আছে তার হৃৎবাগানে।
১০.
এই মেট্রোপলিটনে
তোমাকে মনে পড়ে অনুক্ষণে।
১১.
রাতকে জাগিয়ে দিয়ে বলি চল কিছুক্ষণ গল্প করি!
১২.
রাত হলে রাতগুলো সেক্সি পোজে আমাকে জাগিয়ে রাখে।
১৩.
তুমিহীন ও তুমিময়
দুই নিয়ে কাটে সময়।
১৪.
অভিমানগুলো নেই আর এই বুকে
শুকিয়ে গিয়েছে তারা নানান শোকে।
১৫.
আটকে গেছি মাকড়সার জালে
কষ্ট বাড়ছে তাই তালে বেতালে।