হবে দেখা হবে কথা রোজ রোজ স্মৃতি পথে
রাতভর জেগে থাকি শোক আঁকি নানা ক্ষতে,
তুমি এলে আলো জ্বলে ভুলগুলো হয় সুর
তুমি ছাড়া খালি লাগে খালি লাগে সব ভোর।
ফিরে যাই ফিরে যাও ফের আসি ফের যাই
এত স্বরে এত ভিড়ে তবু কেনো তাকে চাই?
চোখ জুড়ে মন খুঁড়ে দেহ ফুঁড়ে কী জাগাও
এত দ্বেষে এত বেশে তুমি তবে কী হারাও?
মন মাঝে তুমি সাজে শোক বাজে সবখানে
হৃদয়ের ফাঁকে ফাঁকে তুমি থাকো সব গানে,
ঠোঁট দিলে ঠোঁট মিলে ব্যথা দিলে বাড়ে ব্যথা
ঠোঁটে মেঘ জমে জমে প্রতিদিন বাড়ে কথা।
জানে রাত এই হাত জানে নদী জানে জল
কেটে গেলে সব ঝড় মানুষও করে ছল
যত খুঁড়ি এই রাত তত কেনো ব্যথা বাড়ে
নীল নীল ব্যথা জমা এ বুকটা দেখায় কারে?