সেদিনও আমার ছিলো খুব প্রয়োজন
ছিলাম বিছানার ওপরে
সুদৃশ্য এক দেয়ালে
যত্ন আর আদরে।
মনে পড়ে আজ এই বিদায় বেলায়
যে ছিলো আমার আগে
যত্ন আর আদরে
সুদৃশ্য এই দেয়ালে
কত শত স্মৃতির সন্তান হয়ে
তাকেও ছুঁড়ে ফেলা হয়েছিলো অতল ডাস্টবিনে।
সেদিন ভালোই লেগেছিলো
যাকে ছুঁড়ে ফেলা হয়েছিলো
যেন এক অবৈধ দখলদারকে সরিয়ে
আমাকে স্বর্ণাসনে বসানো হলো।
দেখতে দেখতে বছর কেটে গেলো
একটু পরে এই আমাকেও
ছুঁড়ে ফেলা হবে অতল অন্ধকারে।
নতুন এক ক্যালেন্ডার এসেছে
তাকিয়ে আছে মুখে বিরক্তি নিয়ে
কখন ছেড়ে দেবো তার আসন!