কেউ কেউ ভুলে যায়, ফের ঘুরে দাঁড়ায়
ঘুড়িও সুতোর কাছে স্বাধীনতা হারায়।
কেউ কেউ জাগে রাত যদি হও বেহাত
স্বপ্ন ভেঙে গেলে সুদীর্ঘ হয় শত প্রভাত!

ঘুরে দাঁড়ালে ঘাত ফের আসে আঘাত
তোমাকে মনে করে কাটাই প্রতিঘাত
কেউ কেউ মাঝপথে যায় না হারিয়ে
কেউ তবুও স্বপ্ন বুনে সবকিছু মাড়িয়ে।

লিখেছি নানান রঙে শহরের সব দেয়ালে
তোমাকেই লিখেছি শুধু মনের খেয়ালে
বিশ্বাসে বিষঢল তবুও তো তাকে কেউ
সমুদ্র জেগে আছি বুকে নিয়ে অনেক ঢেউ।

গভীর হয় রাত যত তুমি তত হও প্রকট
দ্বিধার চূড়ায় বসে কে হাসে এত বিকট
চেয়েছ যত সহজ হতে জটিল হয়েছ তত
মাটিও গলে যায় ভুলে সব শীতের ক্ষত।

কত শত ধ্বনি রোজ প্রতিধ্বনি হয়ে ফিরে
তবুও কেউ সুর বুনে শুধু তোমাকে ঘিরে
জীবন বলতে তোমাকেই বুঝি, আমৃত্যু তুমি
কতটা ভালোবাসি জানে শুধু অন্তর্যামী।