হলুদ রেখা বরাবর ফুটে আছে অনেক ঘাসফুল—
মাড়াতে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে সবুজ শিশির।
বিভিন্ন ঘ্রাণে সংকটে থাকা নাকগুলো
আসন্ন উৎসবে খুন হয়ে যাবে
এবং হরিণেরা সময়ের মাংস চিবাতে চিবাতে চলে যাবে
দূরুহ এক দৃশ্যে—।
বৃত্তের পাশে প্রতিদিন সঞ্চয় করি মুমূর্ষু স্বপ্ন।
চুলের ওষ্ঠ থেকে ঝরে পড়া নীল-শাদা-হলুদ
আলো বোঝাই করে ছুটে যাচ্ছে বৈকালিক হাতিরা—
শিকারের চোখ অন্ধ হয়ে গেলে
শিকারীর চোখ অন্ধ হয়ে গেলে
তুমি কি তুলে রাখবে আমাকে হৃদয়ের ড্রয়ারে?
চিংকারের সমস্ত গোপন তালা খুলে খুলে জেনেছি
সমুদ্রের বিরহে ডুবে যায় কিছু নিরীহ জনপদ,
রঙের ভেতরে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় প্রান্তসীমায়।
ভোর হবার পূর্বেই তুমি শুনিয়ে দাও সাবধান বাণী
আর উপেক্ষিত ফোনিমগুলো বিবর্তিত হতে হতে
ভেদ করে ফেলে আপেল বাগানের বধিরতা।