সব হারানোর দলে আমি
সব হারানোর দলে
যা-কিছু নিয়ে স্বপ্ন দেখি
যাচ্ছে রোজ গলে।

সফল যারা মহারথী
নিচ্ছে তারা ছিনিয়ে
আমরা যারা ব্যর্থ অতি
বাঁচবো তবে কি নিয়ে?

সফল হলে দেহ মেলে
আরও মেলে সমাদর
ব্যর্থ হলে বিরহ মেলে
আরও মেলে অনাদর।

কতটুকু সফল হলে
তুমি হবে না বেহাত
কতটুকু বিফল হলে
সইবো সব আঘাত?

যে বৃক্ষ যত উঁচু হয়
শিকড় তার তত গভীর
যে মানুষ যত কষ্ট সয়
তার হৃদয় তত সুধীর।

যা-কিছু প্রত্যাশা ছিলো
ছিলো সাধ স্বপ্ন আশা
হতে হতে আহত আমি
হয়েছি বিষময় দুরাশা।

সব হারানোর দলে আমি
আজ সব হারানোর দলে
কীসের নেশায় কেমন করে
ছিনিয়ে নিলে সব সবলে।