নষ্ট বাল্বের স্মৃতি নিয়ে আজও শুয়ে থাকি অন্ধকারে

দূর থেকে ভেসে আসে বিড়ালের চিৎকার, আমার

চোখের নদীতে খেলা করে অনেক নীল রঙের মাছ।

ঝরা পাতার মতো শুয়ে আছি নিয়ে অনেক বোধ-

প্রতিটি বসন্তে জেগে ওঠে হৃদয়ে প্রেমের হরমোন

তখন শীত এসে চুমো খায় জীবনের কৃষ্ণচূড়ায়!

কোদালের মতো সময়কে কেটে কেটে ক্লান্ত নিউরন-

যে জীবন চেয়েছি আমি তা আমার নয়, তবু্ও

মানুষের খুলিতে চেয়েছি কিছু আশ্রয়, কিছু আশা,

নিজেকে পাঠ করেছি কতদিন নদীর সাথে পাখির সাথে

মাকড়সার জালের সাথে করেছি কতদিন কত আয়োজন

ভাগ্য ভালো হলে কেউ কেউ দেখে আবার এইসব আকাশ।