বধির দেয়াল ছুঁয়ে ছুঁয়ে কেটে যায় রাত—
তোমার সমস্ত নীরবতার বোতাম খুলে গেলে
উড়ে আসে বিস্তীর্ণ ডানার সব পাখিরা
বুকের চারপাশে রয়েছে অতল শোকের সঞ্চয়
একদার চেনা সব অভ্যস্ত ধ্বনিমূল।
তোমাকে বুঝতে গিয়ে জটিল করেছি জীবন
অনাহারী আঙুল নিয়ে ঘুরেছি উৎসবে উৎসবে
এই চোখের মতো আর কি কোনো চোখ জেগে থাকে
এই বুকের মতো তীব্র প্রতীক্ষা তুমি কোথায় পাবে?
পৃথিবীর সব দেয়াল হয়ে দাঁড়িয়ে আছি এই আমি
পৃথিবীর সব মিনতি নিয়ে এসেছি আজ আমি
পৃথিবীর সব প্রেম বুকে নিয়ে করছি প্রতীক্ষা আমি
যদি ভালোবাসো চলে এসো, চলে এসো তুমি
অনেক রাতের রাতজাগা এই বুকে চলে এসো।