কাছে গিয়ে দেখি
সবাই তীব্র একাকী,
খুঁড়ে খুঁড়ে দেখি
সবাই তীব্র অসুখী।
কমে গেলে গুরুত্ব
বেড়ে যায় দূরত্ব,
বেড়ে গেলে গুরুত্ব
কমে যায় দূরত্ব।
শহরভর্তি এত মানুষ
কে রাখে কার খোঁজ,
কষ্ট নিয়ে রোজ রোজ
কেনো হচ্ছি নিখোঁজ?
যেদিকেই দুপা বাড়াই
শুধু অবহেলা পাই,
যার প্রতিই মায়া বাড়াই
সে-ই করে ছাঁটাই।
তাই আমি দুঃখ জমাই
রোজ রাতে তীব্র পুড়াই,
বেঁকে গিয়ে ফের দাঁড়াই
কে কাকে কতটা হারাই?