এত অবহেলা বুকে পুষে
কোথায় ওড়বে তুমি নিঃসঙ্গ নিঃস্ব
ওড়ার মতো একক আকাশ কী তোমার আছে?
কবেই নদী হয়ে চলছি অবিরত দুঃখের দিকে
বুকের জানালা খুলে কত রাত দাঁড়িয়েছি
মৃতের কঙ্কালের পাশে প্রজাপতি দেখে দেখে
কেটেছে আমার প্রেমিকাদের উৎকৃষ্ট যৌবন।
শরীরের ভেতরে জীবাণু নিয়ে যখন জেনেছি
ঝরে পড়ার মতো সুখ ছাড়া আর কিছুই নেই
হাড়ের ভেতরে নেই কোনো সুগভীর প্রত্যাশা
বাঘের থাবার স্বাদ ধীরে ধীরে ভুলে গিয়ে
সবুজ ঘাসের মতো চেয়েছিলাম ছুটি কিছুদিন!
জীবন থেকে পালাতে গিয়ে জীবন্ত হয়ে ওঠছি
মাঝপথে স্মৃতির অবরোধ, কিছু সোনালি ধূলিসাৎ।