দূষিত পুকুরে
ঢিল ছুড়ে দিলে
তরঙ্গে তরঙ্গে
কার দুঃখ বাড়ে?

পাথরের ভেতরে
দ্বৈত কদম দুলে
ভিন্ন ভিন্ন আকৃতি
কাকে লক্ষ করে?

মশারির ভেতরে
ক্ষমতার খেলায়
পৃথিবীর গভীরে
কারা রক্ত ঝরায়?

বিছানায় শুয়ে আছি
সূত্রে এখনও জীবিত
মৃত্তিকায় শুয়ে যারা
তারা কি কেউ মৃত?