বই পড়তে পড়তে আমি নিজেই বই হয়ে উঠি
বিস্তৃত বারান্দায় পায়চারি করতে করতে
তুমি উস্কে দিলে সৌন্দর্য আমৃত্যু তৃষ্ণা
অলৌকিক জিরাফ বাড়িয়ে দেয় তার গ্রীবা।
শাওয়ারে যাবে
কোথাও কোথাও জলের জন্য যুদ্ধ বাঁধে;
নরম বিছানায় শুয়ে শুয়ে ফলের দৃশ্য ভালো লাগে
বোমার দৃশ্য কেমন লাগে তোমার?

বৈদ্যুতিক ফ্যানটি ঘুরতে না ঘুরতেই মাথা ঘুরে যায়।
কেউ কেউ আঘাত পেয়েও ঘুরে দাঁড়ায়।
কিছু ঝরা পাতা ঘুরতে ঘুরতে
পাখি হওয়ার বাসনায়
স্বপ্নের স্বাদ
ফুরিয়ে
যায়।

টেবিল জুড়ে
সাজানো সুন্দর শূন্যতা—
কোথাও একটি ভবন ভেঙে যেতে যেতে
পৃথিবীর দুপুরে কত শত সম্পর্ক ভেঙে যায়!
রক্তের চেয়েও তীব্র লাল তুমি কোথায় পাবে এখন?
চিরকাল তবুও নদী বয়ে চলে ব্যথা হয়ে হৃদয়ের গভীরে।

যুদ্ধাস্ত্র যদি ফুল হতো
যদি মুছে যেতে চিন্তার ধূসরতা
তোমাকে কি পেয়ে যেতাম হৃদয়ের মাপে?
শাওয়ার শেষে
কোথাও কোথাও শেষ হয়ে যায় আমাদের সাক্ষাৎ—
কাছে গেলে দঁড়ি আরও কাছে সাপ আরও কাছে বোকামি।