স্বপ্নের গভীরে ঘুমিয়ে আছি, হয়তো অনেক শ্রাবণ
এখনও আমার পায়ের কাছে বসে আছে একা।
বসন্ত এসেছিলো লাল শাড়ি পরে, শীত কড়া নাড়ে
নীল শাড়ি পরে, আমার শরীরে জাগায় রমণের নেশা।
শবের পাশে শব হয়ে রয়েছি বসে, তুমি হাত বাড়ালে
গোলাপের ঘ্রাণ লাগিয়ে দিতে পারি শৌভিক খোঁপায়।
শব্দে মিতব্যয়ী, চুম্বনে ইদানীং তেমন বিশ্বাস নেই
চিতার হাড়ের পাশে সুদীর্ঘ বরফ আছে বেশ জমে,
ফুসফুসের ভেতরে সাজানো রয়েছে অনেক দোকান
তুমি নিতে পারো পছন্দের যেকোনো দুঃখ।
স্বপ্নের ভেতরে আছি, কষ্ট সেখানে নীল শিশির
পাখিরা ওষ্ঠে করে নিয়ে আসে মানুষের ক্লান্তি হতে,
লাশবাহী  গাড়ির পেছনে জনতার দৌড়ে মুগ্ধ হই।
আমিও রয়েছি তেমনি একটি দৃশ্যে, তোমার উঠোনে
একটি শিমের চারা মাটি ভেদ করে তীব্র হাসছে
নীলা, আমার হৃদয়টা শিমের চারার মতো ফেটে গিয়েছে।