শোকের চিহ্ন নেই পরিচিত ভূভাগে
কোথাও নেই দুঃখের ঘ্রাণ-
অবাধে পার হয়ে যায় কিছু জীবনের চাকা
বিপরীত দুপুরের মাঠে পরে থাকে জনতার নীলিমা।
দীর্ঘ একটি জন্ম কাটিয়ে এসেছি তোমার কাছে
নির্বাসিত সময়ের গোলাপ দেখিনি কোনোদিন
যদি ভুলে যাই জলের নির্মল খেলা
ভেসে ওঠে মরা তিমির মতো তোমার হাত
তাই পৃথিবীর আয়নায় দেখিনি নিজের সুখ।
সুখ- যাকে আমি দেখেছিলাম সুপ্ত আগ্নেয়গিরিতে
ইকুয়েডরের প্রাচীন বনভূমিতে পশুদের সাথে
এইসব পরিচিত শহরের কফিশপে যুদ্ধে ক্লান্তিতে
তেমন সুখ আজ আর কোথায়!
প্রেমিকারা মজুদ রাখে প্রেম অপরিচিত ওষ্ঠে
প্রেমিকরা প্রলুব্ধ জাল নিয়ে ঘুরে চারিদিকে
সভ্যতার নিবিড় বনভূমি খুঁজতে গিয়ে
শূন্য হাতে ফিরে আসে কাঠুরিয়া।
দীর্ঘ সলিটারি কনফাইনমেন্ট শেষে
আমিও যখন খুঁজতে খুঁজতে ফিরে এলাম-
পরিচিত ভূভাগ ভরে গিয়েছি সংখ্যাহীন শুয়োরে।