অর্থের ভুবনে ঢুঁড়ে দেখি নিশ্চিতি বলে কিছুই নেই
এই দ্বিধায় তোমার চিন্তায় জমছে মেঘের ট্রাফিক।
পৃথিবীকে ক্রমাগত ঘুরিয়ে পরিবর্তন করি দিক
হস্তরেখার মতো যেসব নালা ঢুকে গিয়েছে আমাদের রন্ধ্রে
তাদের বুঝতে বুঝতে মারা গিয়েছে এক জাদুকর।
প্রাচীন এক বেহালাবাদক বসে থাকে আপেল গাছের নিচে।
হঠাৎ একটি আপেল তার সামনে পড়তে পড়তে
অন্ধকার হয়ে গেলে—পাল্টে গেলে পরিচিত শরীরের স্বাদ
তোমাকেও শিখতে হবে আয়না বেঁচার কৌশল।
রঙের খেলায় অদক্ষ হয়ে কত শিকারি পরিণত হয়েছে
শিকারে আর তুমি একটি খরগোশের শোকে হারাতে চাও?
ভেতরে ভেতরে এত সংকেত সঞ্চয় করে
তুমি কি শোধ করতে পারবে আসন্ন শতাব্দীর সমস্ত দ্বন্দ্ব?
দৃশ্যের ভেতরে কফি খেতে খেতে ডুমুরফুল ঝরে পড়ে
আর ঘাসের শহরে সাইকেল চালিয়ে তুমি চলে গেলে
প্রাচীন এক গ্রন্থাগারের চেয়ারে বসে আমি নিয়তির
জিন রহস্য উন্মোচন করতে গিয়ে বারবার ঘুমিয়ে যাই।