গাছেরা নীরব সাক্ষী,
কার্বনের চিৎকার শোনে,
পাতার শিরায় শিরায় জমে থাকা বিষ,
অক্সিজেনের প্রতিশ্রুতি দেয় তবু।

নদী আর স্রোত,
প্লাস্টিকের মায়াজালে বন্দী,
মাছেরা এখন গল্প শোনায়,
জলের স্মৃতিচারণায় বিষাদের সুর।

নক্ষত্রের আলোয় বিষণ্ণতা,
ওজোনের ছিদ্র গুনে গুনে,
আকাশের বুক চিরে,
উল্কাপাতের হুমকি ঝরে পড়ে।

জঙ্গল?
জঙ্গল মানে এখন হাউজিং প্রজেক্ট,
সিমেন্টের শিকড়ে বেড়ে ওঠা ইমারত,
প্রকৃতির নামান্তর হয়ে গেছে ‘প্লট’।

শিশির পড়ে না আর,
কুয়াশা শুধু স্মৃতির ধুলো,
মাটি যেন অনাথ,
বীজের কান্না শোনার কেউ নেই।

তবু বাতাস ভেসে যায়,
ফুসফুসে বিষ ঢেলে দিয়ে,
বেঁচে থাকা?—মৃত্যুর প্রস্তুতি।
নতুন পৃথিবী জন্মাচ্ছে প্লাস্টিকের গর্ভে।