যখন তুমি ঘুমিয়ে আছো
ভাবনা বিহীন মন
তখন আমার আঁধ বোঁজা চোখ
দেখছে তোমায় স্বপন।
যখন তুমি পরছো ঢলে
অট্টহাসির তালে
চিন্তারেখার সহস্র ভাঁজ
তখন আমার গালে।
তুমি যখন বাধছো খোঁপা
গাইতেছো গুনগুন
তখন আমার হৃদয় পটে
আঁকছে হাজার খুন।
একটু খানি এই আমাকে
দিলে মনোযোগ
সুখের ফাগুন আসতো হিয়ায়
মন হতো নিরোগ।