কার কথা জানো আমি
দিনরাত ভেবে যাই
সে তুমি,শুধু তুমি
তুমি বিনা কেউ নয়।
মরু বুকে কার কথা
করে সুধা বরীষন
সে তুমি প্রিয় আমার
মানিক রতন।
রুধি ঝরে হিয়া মাঝে
জানো কার বিরহে
সে তুমি হৃদয়ের
মনিকোঠায় আছো যে।
নব নব স্বপ্নের
বাতিঘর কে জানো
তুমি মায়া হরিণী
মানো বা নাই মানো।
নাও যদি পাশে তুমি
আছো হিয়া মাঝারে
তবু তোমা খুজেফিরি
আলো কিবা আঁধারে।
হাসো যদি একবার
এই মোর সমুখে
ভেসে যাব সহসায়
পেয়েছি সব,এ সুখে।
রও যদি পাসে মোর
এই শুধু কিছুক্ষণ
ভালোবাসি,বেসে যাব
এ জনম,ও জনম।