ভালোবাসা,বিবেক আর মানবতা
হারিয়ে গেছে যেন কালের গর্ভে
হিংসা,লোভ মিলেমিশে একাকার
বিবেকের ঝান্ডা উড়েনা সরবে।
গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল
শত শিশুর বুকফাটা আর্তনাদ
কোলশুন্য মায়ের ঘৃনার দৃষ্টিতে
আলোড়িত হয়না বিবেকহীনের মসনদ।
পিনাক ত্রিশুল নয় বহুশুল হয়ে
বিদ্ধকরে হাজারো স্বপ্নময় বুক
তবু সদা রুদ্ধ বিবেকের দ্বার
ব্যাস্ত বিবেক খুজতে নিজের সুখ।
যখন হাবিবার ধরা দেয়া স্বপ্ন
ডুবে যায় পিনাকের সহিত
শামিমের স্বপ্নের এ অপমৃত্যু
এতটুকু নাড়ায়না বিবেকের ভীত।
হীরার ডাক্তার হওয়ার স্বপ্ন
ডুবে যায় নিমিষে
স্বর্ণা নামের জ্বলজ্বলে এক তারা
আলো না ছড়িয়েই যায় মিশে।
প্রেমকাব্য অর্থহীন মনে হয়
সততা,বিবেক বড় মেকি মনে হয়
যখন লাকি ডুবে যায়
সুদুর চীন থেকে এসে।
কত মায়ের বুকফাটা আর্তনাদ
কত বাবার ববা কান্না
প্রেয়সীর শত মর্মবেদনা
একটুকু বিচলিত নয় বিবেক।
এ যেন লোভের কাছে,হিংসার কাছে
দ্রোহের বিশাল জয়
স্বার্থপর এই পৃথিবীতে
মানবতার পরাজয়।