কেন বলো নিশ্চুপ
ও অভিমানী
এসো কাছে,বাহু পাশে
হৃদয়ের ক্যানভাসে
মিশিয়ে শত রঙ
স্বপ্ন বুনি।
নির্জন নদীতীরে
সবুজ ঘাসের পরে
স্বপ্নীল চোখ মেলে
তাকিয়ে থাকি চলো
জনম জনম।
অথৈ প্রেমের জলে
চলো ডুবে যাই
ভেসে উঠে সেখানেই
চলো সাতরাই।
চলো উড়ি দুজনে
স্বপ্নের আকাশে
ভেসে যাই দুয়ে মিলে
প্রেমেরই বাতাসে।
যদি থাকে স্মৃতিপটে
হাজারো বিভীষিকা
মুছে দেব নিমিষেই
ভালোবেসে জেন তা।