হাজারো মুখোশের আড়ালে
মুখ চেনা দায়
সময়ের তালে তালে
বারংবার মুখোশ বদ্লায়।
ডাক্তারের মুখোশের নিচে
শত কসাই এর বাস
ব্যাসন বিলাসের তরে
কুড়ায় হাজারো দীর্ঘশ্বাস
প্রকৌশলীর মুখোশের নিচে
চৌর্যবৃত্তির মুখোচ্ছবি যেন
অর্থলোভে বিকিয়ে বিবেক
স্বাক্ষর করছে যেন তেন।
ব্যাবসায়ী মুখোশের নিচে
খুনিদের বসবাস
খাদ্যদ্রব্যে বিষ মেশাচ্ছে
বাড়ছে হাজার লাশ।
শিক্ষকের মুখোশের নিচে
অসৎ ব্যাবসায়ীর মুখ
প্রাইভেটের নামে ব্যাবসা ফাদে
বাড়াতে নিজের সুখ।
পুলিশের মুখোশের নিচে
ডাকাতদের বসবাস
দিনেই চোঁখে দিচ্ছে ধুলো
সবার সর্বনাশ।
রাজনীতির মুখোশের নিচে
সন্ত্রাস করছে রাজ
নিরুপায় সব আমজনতার
পড়ছে মাথায় বাজ।
আমলার মুখোশের নিচে
বিবেকহীনদের বাস
কাড়ি কাড়ি ঘুষ না পেলে
হয়নাতো ফাইল পাশ।
এভাবে মুখোশে মুখোশে
হারিয়েছে সব মুখ
মুখোশহীন সব আমজনতার
জলান্জলি যত সুখ।