চৈত্রের খরারোদকে হারিয়ে দিয়েছিল
আজ ত্রয়োদশীর ভাঙা চাঁদ
দেখেই সে চাঁদ প্রেমের জোয়ারে
ভেঙেছিল মনের বাঁধ।
রেশমী কালো চুলের ধাঁধাঁয়
হারিয়েছিল মন
বলেছিল মন এই তোমাকেই
বড্ড প্রয়োজন।
আয়ত চোঁখের চাহনি তোমার
নিয়েছিল মন কেড়ে
উদাস মনের নড়বড়ে ভীত
দিয়েছিল যেন নেড়ে।
হাসলে যেন মুক্তো ঝরে
তোমার আশে পাশে
যার গোচরে আসবে তোমায়
ফেলবে ভালোবেসে।
নিটোল তোমার শুভ্র গালে
পরলো যখন টোল
প্রেমপিয়াসী হৃদয় যেন
হঠাৎ খেলো দোল।
ঋজু দীর্ঘ তোমার তনু
যেন সরলতার প্রতিমা
হৃদয়তন্ত্রীতে অনুরননীত হয়ে
বাড়ায় বাসনা।
তোমার তরেই ভাবনা সকল
হয়েছিল সমর্পন
একটু সময় দেখেই তোমায়
ধন্য এ জীবন।
রচনাকালঃ ২৬ মার্চ ২০১৪