সেই কবিতার উপমা তুমি
যা এখোনো হয়নি লিখা
সেই চিত্রকর্মের ক্যানভাস তুমি
যা এখনও হয়নি আঁকা।
সেই চাঁদেরই জ্যোৎস্না তুমি
বিলায়নি সে যে তার আলো
সেই দিঘিরই পদ্ম তুমি
গভীর জল যার কাকচক্ষু কালো।
সেই গাছেরই পত্র তুমি
একটু হাওয়ায় যায়না ঝরে
সেই নয়নের স্বপ্ন তুমি
যা দেখলে হিয়া যায়যে জুড়ে।
সেই কুসুমের মধু তুমি
যা ছোঁয়নি কোনো ভ্রমর
সেই ঝিনুকের মুক্তো তুমি
যার গর্বে ফুলে ওঠে সাওর।
সেই রাতেরই জোঁনাক তুমি
যে রাতে চাঁদ দেয়না আলো
সেই স্রোতস্বীনীর ধারা তুমি
যে নেয়না ভেঙে পাড় গুলো।
সেই প্রদীপের সলতে তুমি
যে নিজে পুড়ে বিলায় আলো
তোমার তুলনা শুধুই তুমি
তাইতো তোমায় বাসি ভালো।