অজস্র স্বপ্ন পুড়ে যায় নিয়ত
নিষ্ঠুর সময়ের যাতাকলে
স্তুপকৃত পোড়া স্বপ্নের ছাই ভস্ম
কদর্য করে তোলে জীবনের পথ
বেড়ে ওঠার পথে বৈষম্যের চোঁখরাঙানি
হতবিহবল করে সৃজনশীল মন
পথে পথে অসাধুতার কালো ধুম্রজাল
অশান্ত করে তোলে শান্ত হৃদয়।
সম্মুখে ভেসে ওঠে অনিশ্চিত ভবিষ্যত
মস্তিষ্কে তেতে ওঠে হতাশার আগ্নেয়গিরি
নিয়ত ওরা ডুবে যায় অসীম বিষন্নতায়
দিশেহারা হয়ে মুক্তি খোঁজে ভয়াল নেশায়।