এই জল এই ঝড়
এই জলতরঙ্গের খেলা
মনে হয় শেষ নেই
আমার তো ফুরিয়েছে বেলা-
এটির যিনি রচয়িতা তিনি যদিও বলেছেন তার বেলা ফুরিয়েছে আসলে তিনি ফুরিয়ে যাননি।যিনি অতীত নয় ভবিষ্যতকে ধারন করেন তার কবিতায় আজ সেই মহান কবি আল মাহমুদ এর ৭৯তম জন্মদিন।তার জন্মদিনে জানাই প্রানঢালা শুভেচ্ছা,অভিনন্দন আর অশেষ শ্রদ্ধা।
কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাম্মন বাড়ীয়া জেলায় জন্মগ্রহন করেন।তার পিতা মীর আব্দুর রব,মাতা রওশন আরা মীর এবং তার স্ত্রী সৈয়দা নাদিরা।তিনি ৫ পুত্র এবং ৩ কন্যা সন্তানের জনক।কবি ২১ বছর পর্যন্ত ব্রাম্মন বাড়ীয়াতে বসবাসের পর কবি হওয়ার উদ্দেশ্যে ঢাকায় আসেন।
কবি আল মাহমুদ তার কবিতায় লোকজ মোটিফে সময়কে ধারন করেছেন অসাধারন দক্ষতায়।তার দৃষ্টি ক্ষীন হয়ে এসেছে,শরীর হয়ে পরেছে দুর্বল তারপরও তিনি ভবিষ্যতের কথা বলেন।
কবির সুস্বাস্থ কামনা করছি।তিনি বেঁচে থাকুক আমাদের মাঝে দীর্ঘ সময় আর বেঁচে থাকুক অনন্তকাল তার কবিতায় এই প্রত্যাশা।