নির্ঘুম চোঁখে দাউ দাউ জ্বলে
একাকিত্বের বিভীষিকা
অপূর্ণ স্বপ্নের আর্তনাদে
ভারী হয় নিঃশ্বাস
অচল করে দেয়
অন্তরাত্মার স্পন্দন
অতৃপ্ত হৃদয়ের অন্তরালে
শত হতাশার বাস।

জীবনের প্রতিটি পদক্ষেপে
স্বপ্নেরা হয় খুন
গড়তে গিয়ে সুখের সৌধ
ভাঙে হাজার গুণ।

ভাবলে তোমায় আমার পাশে
অলিক মনে হয়
তবুও তোমায় ভাবছি আমি
সময় অসময়।

একলা আমার চলার সাথী
শুধুই আমার ছায়া
অন্ধকারে সেও চলে যায়
থাকে তোমার মায়া।


১০ এপ্রিল ২০১৪
০১৩৪ ঘঃ