আমি একা ছিলাম নিরুত্তাপ
নিস্তরঙ্গ ডোবার জলের মত
হর্ষ মুখর না থাকলেও
মনে ছিলোনা কোনো ক্ষত।
একলা আমার কাটত সময়
হাজার ভাবনায়
সে ভাবনায় জ্বালা ছিলোনা
ছিলোনা বিষাদময়।
তোমার কথা শুনে হঠাৎ
থমকে যাই আমি
আচমকাই হয়ে গেলে যেন
আমার মনের রাণী।
সেইযে শুরু তোমায় ভাবা
সকাল,দুপুর,রাত্রী,দিবা
এক মুহুর্ত যায়না থামা
তোমার নামেই আরাধনা।
ভীড়তে শুধু তোমার তটে
অবিরত আমি চলেছি ছুটে
বুঝিনি তখন ক্লান্তি কি তা
তোমায় যেন ভেবেছি ত্রাতা।
তোমার ভালোবাসা পেতে
ছুটেছি আমি দিনে রাতে
একটুও মনে হয়নি তখন
অভিন্ন নয় তোমার স্বপন।
ভালোবাসি বললে তোমায়
দাওনি কোনো সাড়া
প্রেমপিয়াসী আমি তখন
যেন পাগলপারা।
তোমায় ভেবে নির্ঘুম রাত
সকাল হয়ে যায়
সতত তোমায় ভেবেই চলেছি
পাবোনা জেনেও তোমায়।