কাছে যেতে ভয় হয়
যদি আরো দুরে চলে যাও
ছুঁয়ে দিতে ভয় হয়
যদি আঁধারে মিলিয়ে যাও।
ভয় হয় মুখোমুখি তোকে কিছু বলতে
ভয় হয় স্বপ্নেও তোর হাত ধরতে।
ভয় হয় যদি তুই হয়ে যাস ক্রুদ্ধ
ডুবে যাবে তরী মোর এই আমি সুদ্ধ।
মিনতি করিনা ভয়ে কর যদি করুনা
ভালোবাসি সেই ভাল আমাতেই
থাকনা!
হাজারো ভয়ে ভয়ে ভীত
আমি প্রতিক্ষন
এভাবেই হয়ত কেটে যাবে এ জীবন।