কত দিনরাত মুখস্থ মুখ দেখি
কত দিনরাত লবণে পান্তা ফুরোয়
ভাসিয়ে দিয়েছি রাতপোশাকের সাধ
কাম ও করুণা তরুণী মাছেরা বিলোয়
অচিন গাঁয়ে মরা শ্রমিকের ছেলে
জলে বারুদে ঘষছে নিজের জীবন
সাদা চাদরে ইনামে ইনাম তুলে
নীল সেলামে শহীদ যাবজ্জীবন
হারেমে মায়েরা দু’হাতে কান্না ভাষায়
বহতা যুবক আসবে না চৌকাঠে
সরল গাঁয়ের শালিকচরা দুপুর
নিলাম ডাকে রিপুপেরেকের মাঠে
কত দিনরাত জলে ডোবে খড়কুটো
কত দিনরাত গুটিসুটি মেরে থাকি
রক্তে ভাসে ভাইদের মৃতদেহ
নবাব ভোটের ব্যালটে নিলেন ছুটি
আমরা আগামী বৃষ্টির মাথা ধরে
আলোর গল্প রাতের বেলায় শুনি
টুকরো টুকরো উপহাস পুড়ে গেলে
মেয়ের পিছনে মেয়ে দেখে ব্যাসমুনি
আমাদের কেউ কয়লা রঙের আলো
আমাদের কেউ জোৎস্নায় জন্মাবে
আঙুল থেকে খুলে যায় মৃত ভুল
আমাদের নেশা সৃজনের উৎসবে !