বৈশাখ এল বলেই তো
তোমার  চোখে
কালবৈশাখীর ঝড়
বসন্তের ছোঁয়া এখনও লেগে আছে
তোমার চুনী চুনী ঠোঁটে
ভালোবাসার অনুভুতি গুলো পাখা মেলে কেঁপে কেঁপে
বয়ে যায় অন্তহীন প্রতীক্ষার
ঋতু চক্রাকার
বেলা থেকে
বেলা অবেলায় .... জানালায়
আবছায়ায় জলছায়ায় ।।
এভাবেও ফিরে আসা যায়
অতর্কিত ভালোবাসার ছোঁয়ায়
সারা শরীর জুড়ে রামধনু
রঙ এঁকে
নিঃশব্দে   সশব্দে .......
আমি
শব্দে বেঁধেছি ভালোবাসা
তোমার জন্য
প্রেমকে পরিনত করেছি কবিতায়
পরিচিত তোমার স্পর্শের ভেতরে
ভেসে যায় চাঁদ আলোর প্লাবনে
রঙে ভেজা কিছু স্তব্ধ চিৎকারে
অবেলায় ....কালবেলায়
রঙছায়ায়   জলছায়ায় ।।