তোমায় এখন হাতছানি দিয়ে ডাকে
হটাত নেমে আসা হাপুস হুপুস নদী
যার বাঁকে বাঁকে শব্দের ধারাপাতে বাঁধা
তোমার নীরবতার অভিমান ।।
মনে পড়ে .......
বিকালের মাতাল হাওয়ায়
উন্মাদ গাছের মগডালে লতা পাতারা
সম্পর্কের শেকলে বাঁধা ।
এই প্রশস্ত বাহুতে মাথা গুঁজে রেখেছিলে
সোনালী সূর্যকিরনে উদ্ভাসিত তোমার
এলো কালো চুল ...........
হাসির ফোয়ারাতে আমাকে চন্দ্রগ্রহনের মত
শোষন করেছিলে ....
মনে পড়ে .........
ফেলে আসা বসন্তে বলেছিলে
তোমাকে নিয়ে যেন কবিতা লিখি
তোমার নামের প্রতিটি অক্ষরে
সাজাতে হবে কবিতার প্রতিটি লাইন
আগের মতই
শিউলি ফুল আর শিমুলের পাঁপড়িতে
আঁকতে হবে প্রচ্ছদ
সময় মত কবিতা লেখা হল না
আঁকা হয়নি তোমার
সুগন্ধীতে ভরা প্রচ্ছদ
বসন্ত আসে বসন্ত যায়
আজ আবার নতুন বসন্ত ।।।