তুমি চাইলেই
তোমায় দিতে পারি এক সমুদ্র
যার উথাল পাথাল ঢেউ তোমায় ভেজাবে ।
তুমি চাইলেই
তোমায় দিতে পারি বনভূমি
যার সবুজে সবুজ মাখা পাতার সোহাগে
তুমি বননীলিমায় আঁকা বনবালা ।
তুমি চাইলেই
তোমায় দিতে পারি এক আকাশ
সূর্য তারা খচিত এই আকাশ
তোমার পরশে সাত রঙের বালুচরী ।
তুমি চাইলেই
তোমায় দিতে পারি একটা ফুটন্ত গোলাপ
গুন গুন গান গাওয়া ভ্রমর সমেত ।
তুমি চাইলেই
তোমায় দিতে পারি আমার দুটি চোখ
স্বপনে স্বপন মাখা .......
যে চোখ কেবলই তোমায় দেখবে ।
তুমি চাইলেই
তোমায় দিতে পারি প্রসারিত দুটি বাহু
একরাশ প্রশান্তির ভালোবাসা সমেত
।।