তুমি ফিরে এলেনীরবতার ভাষা মুখর হয়,ফিরে আসে বিমুগ্ধ আদর, আনন্দে ফিরে আসে বিকেল-সন্ধ্যা-ভোরমায়াবী চাদর,মুখর হয় ঘর-দোর।
তুমি ফিরে এলেঘরের আঙ্গিনায়পাখি ডেকে ওঠে,ফুল ফোটে শুকনো ডালে;একেঁ বেঁকে নদী চলে, ঝর্ণা ছোটে, পহাড় কথা বলে,কুলুধ্বনিতে সুর ওঠেঢেউ ওঠে সাগর তলে।
তুমি ফিরে এলেচাঁদের আলোয় ভেসে যায় জোনাকি,জেগে ওঠে অবাক তারা;ঝোপ ঝাড়ে ঝিঝিঁ পোকার কনসার্টেপড়ে যায় সাড়া,
তুমি ফিরে এলেচাঁদের আলোয় ভেসে যায় জোনাকি,জেগে ওঠে অবাক তারা;ঝোপ ঝাড়ে ঝিঝিঁ পোকার কনসার্টেপড়ে যায় সাড়া,কচি ঘাসে, তিরতিরে জলের ধারায়হলুদ রোদের মতো খুশি ঝরে প'ড়ে;হালকা হাওয়ায় পাতা নড়ে,সবুজ ঘেরা আঁকা বাঁকা মেঠো পথহাত ছানি দিয়ে ডাকে।
চিন্তার জটগুলো খুলতে থাকেসাড়া পড়ে যায় দিগ্বিদিক,হঠাৎ চেয়ে দেখি আমিহয়ে গেছি সাহসী নির্ভীক।