সয়ংসৌম্য :- তুমি এক আকাশ
শকুন্তলা :- আর তুমি আকাশ থেকে চুঁইয়ে পড়া আলো
সয়ংসৌম্য :- আলো খুঁজে ঠিকানা
  শকুন্তলা :- ঠিকানা খোঁজে ছায়া
সয়ংসৌম্য :- ছায়ার নাম মায়া
শকুন্তলা :-মায়া মানে স্বপ্ন স্বপ্ন কথা
শকুন্তলা :- মায়া মানে মন কেমন
সয়ংসৌম্য :- স্বপ্ন জুড়ে জোছনা
জোছনা তো তোমার দেওয়া চাঁদ
শকুন্তলা :- সে চাঁদ তো কবেই কৃষ্ণা চতুর্দশী
ঢেকে গেছে অমাবস্যার মেঘে
শকুন্তলা  :- তোমার গায়ে লিখে রাখছি রোদের গন্ধ
সয়ংসৌম্য :- বুদ্ধ পূর্নিমার সেই রাত
জ্ঞান আর ভালোবাসার
পূর্ণতা নিয়ে .....
কৃষ্ণা চতুর্দশীর সেই চাঁদ
হারিয়ে যাবে
পরে থাকা দেবদারু পাতার ঝোপে
ফাল্গুনী হাওয়া
ছড়িয়ে দেবে
আবীর .......
আবিরে আবির মেখে
তুমি ....... আবিরা