এমনি মগ্নতায় জুড়ে আসে
মোহময় এইসব অঘ্রাণের রাত-
......................ঘুমঘুম ঘনশ্বাস !

না-তুমি, না-আমি পারি না বিমগ্ন হতে-
সীমাবদ্ধতার তুচ্ছ আবেগ পাড়ি দেওয়া হয় না সূর্য পথ
তবুও আবেশেই ডুবে থাকি
তুমি-র আড়ষ্টতা থেকে যায় ।
তবুও জাগে প্রেম অদৃশ্য-বন্ধনে,
অঘ্রাণে ;
ঝিরিঝিরি শীতালু হাওয়ায়,
নেশা-নেশা মাদকতায়...

এমনি মগ্নতায় ভালোবেসে যাই-
তুমি-আমি আর
রাতের নীরবতায় ।া