সমূহ্ পচন থেকে আপাতত মাথাটা বাঁচাও।
মাথার ভেতর খাঁচা, খাঁচায় অচিন পাখি
আপাতত পাখিটা বাঁচুক।
চারপাশে কিলবিল পোকা, কেন্নো, কেঁচো,
মুদ্রাস্ফীতি মাথার ভেতরে কাঁদে চিল
একা কি? একাকি.....
আমলা থাবার নিচে শিল্পকলা,
গলা, পচা, কাড়াকাড়ি তাই নিয়ে—
মাঝরাতে কোথাও উধাও
স্বপ্নসহ তরতাজা নারী ও নিশান।
মধ্যদিনে মাঝপথে গুঁড়ো কাঁচ ভালোবাসা।
ভালোয় ভালোয় ভুলে যাও নয়তো নিকেশ—
কোকাকোলা ডুবানো ইউনাকটিনে ভেজা স্মৃতি,
মত্ত প্রপেলার- ইঞ্জিন- গর্জন- ঝি- ঝি- ঝিঁঝি পোকা।
মাথাটা বাঁচাও।
মাথাট ভেতরে খাঁচা, খাঁচায় সোনালি খরগোশ।
ল্যাম্পপোস্ট ট'লে পড়েছে, পড়ুক, মাতাল সে—
পাঠ্যসূচি প'চে প'চে সার হোক বিদ্যালয়ে,
তারপর বিদেশি ফুলের চাষে ভ'রে যাবে ঘিলু।
এইভাবে ভাবা হচ্ছে, ইচ্ছে, জলোচ্ছ্বাসে ভেসে যাক
নম্র প্রলেতারিয়েত।
পাঁচ তারায় বাড়ুক শ্রমিকের রক্তে ভরা গ্লাস।
আর তার গন্ধ শুঁকে সৌখিন বিপ্লববাদীরা
গেয়ে উঠুক চিয়ার্স- চিয়ার্স- চিয়ার্স.......
২৩.০৮.১৩৯৫ রাজাবাজার, ঢাকা।
("মৌলিক মুখোশ"—সপ্তম কাব্যগ্রন্থ/জীবনদশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ। প্রকাশ : ১লা ফাল্গুন ১৩৯৬, ১৪ ফেব্রুয়ারি ১৯৯০।)