আর যাই হোক পলাতক নই-
হয়তো পারিনি জীবনের সব প্রাপ্য মেটাতে
হয়তো অনেক অনিয়ম এনে গড়েছি নিয়ম
হয়তো স্বজন প্রিয় মানুষের নিষেধ মানিনি,
বন্ধন ছিঁড়ে ব্যবধানকেই আপন ভেবেছি বেশি।
অনাহার কতো এসেছে করাল
বন্যায় ঝড়ে ভেসে গেছে কতো নীড়ের জ্যোৎস্না,
কতোবার আশা ঢেকেছে করুন বেওয়ারিশ লাশে
কতোবার প্রেম বারুদের বিষে হয়েছে কাতর
নির্মমতার নিচে একশত জ্বলন্ত নাগাসাকি-
তবু উন্নত সবল করোটি
তবু দুই হাতে পাথর কাটার প্রাচীন গন্ধ,
তবু বেদনাকে শোনিতে সাজিয়ে বলি প্রিয়তম
বলি সভ্যতা অপরূপ,সারা শরীরে আমার
লেগে আছে আজো আদিম জীবন,বিশ শতকের ধূলো।
আর যাই হোক পরাজিত নই
শত শতাব্দী হেঁটে আসা দেহ হয়তো ক্লান্ত..
কিছুটা হয়তো বিশ্রাম চায় অণু-পরমাণু,
কিংবা হয়তো আরো দূর পথ যেতে হবে জেনে
ছুটবার আগে একটু সময় পেছনের দিকে ফেরা
একটু সময় সময়ের দিকে ফেরা।