একটি পাতার পতনেই যদি
                             শুভ সুষমায় শুভ্র
একটি ফুলের ফুটে ওঠা হয় সুস্থ
আমি তবে পাতা ঝরালাম ঝরা বাসনায়।

একটি রাতের মৃত্যুতে যদি
                             আঁধারের এই রাজ্যে
ফিরে আসে রোদ. বিশ্বাস. শুভ-সূর্য ,
আমি তবে সেই শেষ রাত্রির বরাভয়।

প্রাপ্য না হয় হবে না কিছুই
                             রবে না বিজয় মাল্য
গহন দহন জড়িয়ে থাকবে মর্মে,
আমি তবু এই চির-না-পাওয়ায় উজ্জ্বল।

একটি আমার ধংশেও যদি
                             অমলিন অনবদ্য
একটি-তোমার বেঁচে থাকা হয় সত্য,
আমি তবে হবো সেই ধংশেই অপরূপ।

০৪.০১.৭৭ মিঠেখালি মোংলা।
(উপদ্রুত উপকূল; ফেব্রুয়ারি ১৯৭৯)