" খাঁ খাঁ আকাশ ঝিমােয় খোঁয়াড়-বাঁধা গাভি
মেঘ যেন তার ক্ষুধা-কাতর শিশু,
নিশ্বাসগুলাে নিজের কানে শব্দ হয়ে বাজে—
বুকের মাঝে কেমন কোরে ওঠে!
চক্ষু ফেটে জল আসে না, বাঁধ ভাঙে না নদী
কন্ঠমূলে গহন ব্যথা জমে,
নিরবতায় মুগ্ধ পাখি, সােনালি মেঘ, তবু
বুকের মধ্যে এমন করে কেন! "…
[ "গল্প"—পঞ্চম কাব্যগ্রন্থ / প্ৰকাশ: ফেব্রুয়ারি ১৯৮৭]