একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক উষর জমিনে,
নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন,
মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান, গ্লানির পৃথিবী।
তুমি যদি বনস্পতি তবে প্ররোচনা দাও, বৃষ্টি হোক
বনভূমি বৃক্ষময় হাত তবে প্রসারিত করো,
মেঘের জরায়ু ছিড়ে নামুক জলের শিশু
জন্মের চিৎকারে ভরে দিক অজন্মা ভুবন।
বর্ষা-মঙ্গল গান আজ আর কে গাইবে এখানে!
ধ্বংসেরও তবু কিছু অবশেষ থাকে, চিহ্ন থাকে
আমাদের তাও নেই ,স্মৃতি নেই, চিহ্ন নেই, শূন্য গৃহাঙ্গন।
কতিপয় রক্তপায়ী জীব, কতিপয় জন্মভূক প্রানী
রক্তের উৎসব খ্যালে আমাদের প্রানের উঠোনে।
বৃষ্টি হোক, একবার বৃষ্টি হোক
দ্বিধার আকাশ ছিড়ে ঝরুক প্রেরণা-আর্দ্র জল।
প্রাণের মন্দিরা আজ বাজাতে বাজাতে যাবো মাটির নিকটে,
যে-মাটি উদোম গায়ে শুয়ে আছে অজন্মা-আঁধার,
যে মাটি তামাটে তনু, ইতিহাস লেখে তার বুকের কাগজে,
একাকী উড়ায় ধূলো, বিশাল বিক্ষোভে জ্বালে বেদনার শিখা
ভালোবেসে প্রিয় সেই মাটির সিঁথানে যদি রেখেছি হৃদয়
তবে আজ বৃষ্টি হোক, অবিরল বৃষ্টি হোক উষর জীবনে,
ধুয়ে যাক জমাট রক্তের দাগ, পরাজয়, গ্লানির পৃথিবী।