একদিন নারী-প্রেম ডেকেছে আমাকে,
আমি খুব সাড়াহীন নিশব্দে ছিলাম
                                            আমি যাইনি।
নিসঙ্গ বসন্তে আমার
বন্ধ দরোজায় করাঘাত করেছিলে তুমি প্রেম
আমি দোর খুলিনি—আমি যাইনি।

উন্মুল বাসনা-বিদ্ধ রক্তাক্ত যৌবন
আমাকেও ডেকেছিলো অভিসারে
                                            আমি যাইনি।

নদীদের রোমন্থনে ভাষা আছে
ঢেউয়ের মুকুটে জীবনের প্রতিবিম্ব
এ-কথাও বলেছিলে একদিন—
তবু আমি যাইনি নদীর কাছে,
সাগর আমাকে ডেকেছিলো
                                            আমি যাইনি।

সৌন্দর্য আমাকে ডেকেছিলো
প্রাচুর্য আমাকে ডেকেছিলো
                                            আমি যাইনি।
তুমি আমাকে ডাকোনি কখনো
আমি শুধু তোমারই কাছে যাবো।

০৪.০৫.৭৪ লালবাগ ঢাকা।

(উপদ্রুত উপকূল [কাব্যগ্রন্থ]; ফেব্রুয়ারি ১৯৭৯)
~