রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

Rudra Mohammad Shahidullah

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
জন্ম তারিখ ১৬ অক্টোবর ১৯৫৬
জন্মস্থান বরিশাল, বাংলাদেশ
মৃত্যু ২১ জুন ১৯৯১

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর (Rudra Mohammad Shahidullah) জন্ম ১৬ অক্টোবর ১৯৫৬ (২৯ আশ্বিন ১৩৬৩) রবিশাল জেলার আমানতগঞ্জের রেডক্রস হাতপাতালে। পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত সাহেবের মেঠ গ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে নানাবাড়ি মিঠেখালি গ্রামে ও মোংলায়। ১৯৭৩ সালে ঢাকার )ওয়েষ্ট এণ্ড হাইস্কুল থেকে এস এস সি এবং ১৯৭৫ সালে ঢাকা কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮০ সালে বাংলায় স্নাতক (সম্মান) ডিগ্রি ও ১৯৮৪ সালে স্নাতকোত্তর (বাংলা) ডিগ্রি লাভ করেন। স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু। সম্পাদনা করেছেন বেশ কয়েকটি সাহিত্যপত্র। 'সম্মিলিত সাংস্কৃতিক জোট' ও 'জাতীয় কবিতা পরিষদ'-এর প্রতিষ্ঠাত যুগ্ম সম্পাদক। গীতিকার হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন।১৯৮৯ সালে গড়ে তোলেন 'অন্তর বাজাও' নামে সংগীত দল। কবির জীবদ্দশায় প্রকাশিত কাব্যগ্রন্থ ৭টি- উপদ্রুত উপকুল (১৯৭৯), ফিরে চাই স্বর্নগ্রাম (১৯৮১), মানুষের মানচিত্র (১৯৮৪), ছোবল (১৯৮৬), গল্প (১৯৮৭), দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮), মৌলিক মুখোশ (১৯৯০)। মৃত্যুর পর প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ- এক গ্লাস অন্ধকার (১৯৯২), কাব্যনাট্য- বিষ বিরিক্ষের বীজ (১৯৯২), গল্পগ্রন্থ- সোনালী শিশির (২০০৫) এবং দুই খণ্ডে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচনাবলী (২০০৫)। ১৯৯১ সালের ২১ জুন (০৭ আষাঢ় ১৩৯৮) ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই প্রতিভাবান তরুন কবি অকালে মৃত্যুরবণ করেন। বাংলা প্রতিবাদী কাব্যধারায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এক অনিবার্য নাম। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের উত্তাল কালপর্বে আবির্ভূত এই কবি একাধারে দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের নিবিষ্ট সাধক। মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রিত আমৃত্যু দায়বোধ তাঁর কাব্যের কেন্দ্রাতিগ শক্তি। সকল অসাম্য, শোষণ, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ তাঁকে পরিচিতি দিয়েছে 'তারুণ্যের দীপ্র প্রতীক'-এ।


এখানে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-এর ৭৮টি কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
আমি সেই অভিমান
অভিমানের খেয়া
বাতাসে লাশের গন্ধ
খুব কাছে এসো না
কথা ছিলো সুবিনয়
এ কেমন ভ্রান্তি আমার
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে (গীতি কবিতা)
ইশতেহার
স্বপ্নগুলো
এক গ্লাস অন্ধকার
ইচ্ছের দরোজায়
কনসেন্ট্রেশন ক্যাম্প
টুকরো স্মুতি
ক্লান্ত ইতিহাস
হে আমার বিষণ্ন সুন্দর
পরাজিত নই, পলাতক নই
অমলিন পরিচয়
দ্বিধাগ্রস্ত দাঁড়িয়ে আছি
আগামীকাল আমি সবুজ চিঠিখানা পোস্ট করবো
তুমি বরং কুকুর পোষো
পাঁজরে পুষ্পের ঘ্রান
কটাক্ষ
জীবন যাপন
নিশব্দ থামাও
বৃষ্টির জন্য প্রার্থনা
নষ্ট অন্ধকারে
আজীবন জন্মের ঘ্রাণে
কবিতার নির্বাসন চাই
বিশ্বাসে বিষের বকুল
অপরাহ্নের অসুখ
ছিনতাই
ক্রুশবিদ্ধ যিশু আমার বুকে
অপর বেলায়
ফসলের কাফন
মানুষের মানচিত্র ১
নিবেদিত বকুল-বেদনা
মানুষের মানচিত্র ২২
কার্পাশ মেঘের ছায়া
বিচারের কথা কেউ বলছে না কেন
উল্টো ঘুড়ি
অবরোধ চারিদিকে
মিছিল
ময়না তদন্ত
শব্দ-শ্রমিক
সভ্যতার সরঞ্জাম
মনে পড়ে সুদূরের মাস্তুল
পশ্চাতে হলুদ বাড়ি পঞ্চাশ লালবাগ
মনে করো তাম্রলিপ্তি
গোপন ইঁদুর
মাংশভুক পাখি
পথের পৃথিবী
অপরূপ ধংশ
ফাঁদে অন্ধকারে
বালুচর নাশকতা
প্রতিবাদ পত্র : ১৪ই ফেব্রুয়ারী' ৮৩
উৎসর্গ পত্রের কবিতা : স্বপ্নগুলো
স্মৃতি বণ্টন
বিমানবালা
প্রথম পথিক
লক্ষী কালো তিল
মানুষের মানচিত্র ১২
মানুষের মানচিত্র ২
মানুষের মানচিত্র ১৫
স্বজনের শুভ্র হাড়
মানুষের মানচিত্র ১৩
মানুষের মানচিত্র ৬
মানুষের মানচিত্র ৪
মানুষের মানচিত্র ৭
নিরাপদ দিয়াশলাই
বিপরীত বাসনারা
মাংশভূক পাখি
স্বাস্থ্যসম্মত প্রত্যাখ্যান
এক্সরে রিপোর্ট
হাড়েরও ঘরখানি
মুখরিত মর্মমূল
মানুষের মানচিত্র ১৪
সশস্ত্রবাহিনীর প্রতি
শীতার্ত সময়